জাতীয়সকল সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কঠোর হুশিয়ারী হেফাজতে ইসলামকে

জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

রবিবার (২৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হুঁশিয়ারি দেন। 

মন্ত্রী বলেন, ‘গত ২ দিন ধরে কিছু বেপরোয়া ব্যক্তি ও উচ্ছৃঙ্খল গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায়  ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রামের হাটহাজারী, সরাইল ও আশুগঞ্জ উপজেলায় সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। এর মধ্যে হেফাজত কর্মীরা থানা ভবন, উপজেলা পরিষদ, সরকারি ভূমি অফিস,  রেলস্টেশন, পুলিশ ফাঁড়ি, ও রাজনৈতিক ব্যক্তির বাড়িঘর, মানবসম্পদের ক্ষতি করেছে। এই জাতীয় ক্ষয়সহ সব ধরনের উচ্ছৃঙ্খল আচরণ বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি। তা না হলে জনগণের জানমাল ও সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সরকার উদ্বেগের সঙ্গে সবকিছু পর্যবেক্ষণ করছে, একটি মহল এতিম মাদ্রাসার ছাত্র-শিশুদের রাস্তায় নামিয়ে সরকারি সম্পদ ধ্বংসসহ নানা ধরনের অপকর্ম করাচ্ছে। তারা প্রাণহানির মত ঘটনাও ঘটাচ্ছে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য গুজব ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি করা হচ্ছে হেফাজতের পক্ষ্য থেকে। যারা গুজব ছড়াচ্ছে, আইন অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া যারা নাশকতামূলক কাজে জড়িত। ওই সকল ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ বলেন, সৃষ্ট পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে একটি সংবাদ বিবৃতি প্রকাশ করা হবে।

bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ