সকল সংবাদ

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
ছবি:সংগৃহীত

বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি। সোমবার বিকেলে গৌরনদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।


সিরাজুল ইসলাম গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।

আদালতের বিচারক মওদুদ আহমেদ মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।


আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম তিন বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ চড়াইলকান্দি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে নার্গিস আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নার্গিস ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় সিরাজকে নগদ টাকা এবং জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে।

সর্বশেষ গত ঈদুল আযহার সময় নার্গিস ঈদ উদযাপনের জন্য তার বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেনি। এরপর ১৪ আগস্ট সিরাজুল তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে স্ত্রী ও তার দুই ভাই নগদ এক লাখ টাকা এবং ১০ শতাংশ জমি দাবি করে। না হলে তার সঙ্গে ঘর-সংসার করবে না বলে জানায় স্ত্রী।


এ সময় তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি দেখানো হয় বলেও মামলায় উল্লেখ করেন সিরাজুর ইসলাম।

রুউ/স্টাফ রিপোর্টার/বিবিএন

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *