জাতীয়অন্যান্য

সিলেটের রায়হান এর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত সঠিক পথে চলছে কিনা, নজর রাখবে হাইকোর্ট

সিলেটের রায়হান এর মৃত্যুর রহস্য উন্মোচনে ফের মরদেহের ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট জানিয়েছেন সঠিক পথে তদন্ত চলছে কিনা সেটি নজরে রাখা হবে। যদিও সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সিলেটের রায়হান এর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত সঠিক পথে চলছে কিনা, নজর রাখবে হাইকোর্ট
চিত্র: রায়হান। (সংগৃহীত)

এছাড়া অভিযুক্তদের বিচারের দাবীতে ১৪ অক্টোবর (বুধবার) সেখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গণপিটুনি নয় নির্যাতনেই মারা গিয়েছেন রায়হান। স্থানীয়দের সাক্ষ্য এবং সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশের তদন্ত কমিটির বক্তব্যের পর এখন তা অনেকটাই স্পষ্ট। এ ঘটনায় তৎকালীন তদন্ত কর্মকর্তার আবেদনে রায়হানের মরদেহ ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া ১৪ (অক্টোবর) বুধবার মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ব্যাপারে সিলেট পিবিআই পুলিশ সুপার মো. খালিদ-উজ-জামান গণমাধ্যমকে বলেন, তদন্তে যার যার নাম আসবে সবাই মামলার অন্তর্ভুক্ত হবেন, কেউ আইনের উর্ধে নয়।

তিনি আরো বলেন, যেহেতু লাশ উত্তোলন করা হবে সেহেতু যত শীঘ্রই সম্ভব ততটা শীঘ্রই করা হবে।

উল্লেখ্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। এবং তদন্ত অনুযায়ী যে দায়ী হবে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।

বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রিটের শুনানিতে আদালত জানান, তদন্ত সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তার উপর নজর রাখবেন হাইকোর্ট। একই সাথে দুই সপ্তাহ পর আদালতকে মামলার অগ্রগতি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী দলকে।

এই প্রসঙ্গে রিটকারী আইনজীবী ফয়েজ উদ্দিন আহমদ বলেন, অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এবং আসামি এখনো পলাতক।

উল্লেখ্য রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবীতে মৌলভীবাজারে সমাবেশ হয়েছে।

ওয়াইএইচ / বে অফ বেঙ্গল নিউজ / Bay of Bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ