উপজেলাশিক্ষাঙ্গণসকল সংবাদসারাদেশ

“সাহিত্যঘর গণগ্রন্থাগার” পরিবারের বইমেলা পরিদর্শন

"সাহিত্যঘর গণগ্রন্থাগার" পরিবারের বইমেলা পরিদর্শন
“সাহিত্যঘর গণগ্রন্থাগার” পরিবারের বইমেলা পরিদর্শন

কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১ পরিদর্শন করে
কক্সবাজার জেলার রামু উপজেলার সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিবারের সদস্যবৃন্দ,যাদের বয়স ১৩ থেকে ২০ বছর। হাতেগোনা কয়েক জন ছাড়া প্রায় সকলেরই ছিল এবারই প্রথম বইমেলা দর্শন।
গত ৩রা মার্চ বিকাল চার’টা হতে সন্ধ্যা ছয়’টা পর্যন্ত তারা কক্সবাজার বইমেলায় অবস্থান করে। এসময় তারা মেলায় আসা সকল স্টল পরিদর্শন করার পাশাপাশি প্রত্যেকে নিজের ও পাঠাগারে প্রদানের জন্য পছন্দমতো বই ক্রয় করে বলে জানা যায়।

বই নিয়ে বইমেলা নামক এতো সুন্দর আয়োজন দেখে তারা সকলে বেশ খুশি । বইয়ের সংস্পর্শেই সম্ভব হবে সমাজ ও জাতির অজ্ঞতার অন্ধকার দূরীকরণ, এমনটাই মনে করেন সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা।

জানা যায় প্রতিষ্ঠাতা পরিচালক রিমন বড়ুয়া’র পরিচালনায় সাহিত্যঘর পরিবারের সদস্যবৃন্দ বইমেলা পরিদর্শনে যায় এবং সাহিত্যঘরের এই যাত্রায় সহযোগিতা করেন কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিল্লোল বড়ুয়া।

তাঁর এই সহযোগিতায় সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিবার তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ