চট্টগ্রাম

শাহাদাতসহ ৬ জনের জামিন গাড়ি ভাংচুর মামলায়

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের জামিন হয়েছে।একই মামলায় আটক বিএনপির ৫ নারী নেত্রীও জামিন পেয়েছেন গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায়।
শাহাদাতসহ ৬ জনের জামিন গাড়ি ভাংচুর মামলায়

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

এই মামলার জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি (৫২), আঁখি সুলতানা (৪২), দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩৫), রিনা বেগম (৪০) ও ফাতিমা কাজল (৩৫)।

জানা যায়, মামলায় ভার্চুয়াল আদালতে ডা. শাহাদাত হোসেনের জামিন শুনানি হয়। আদালত শুনানি শেষে একটি মামলায় ডা.শাহাদাত হোসেনকে জামিন দেন। অন্য দুই মামলায় রিমান্ড পেন্ডিং থাকায় জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি আরও জানান, এই মামলায় বিএনপির ৫ জন নারী কর্মীকে জামিন দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ডা. শাহাদাতসহ বিএনপির এই নেত্রীদের আটক করা।তবে আরো কয়েকটি মামলা ঝুলে থাকায় আপাতত কারাগারের চার দেয়ালেই থাকতে হচ্ছে নগর বিএনপির আহবায়কে।

BAY OF BENGAL NEWS / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ