সারাদেশসকল সংবাদ

হেফাজতের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসাইন রাজী ৫ দিনের রিমান্ডে

২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা একটি মামলায় সংগঠনটির কেন্দ্রীয় নেতা মুফতি শাখাওয়াত হোসাইন রাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুফতি শাখাওয়াত হোসাইন রাজী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী-মহাসচিব।
হেফাজতের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসাইন রাজী ৫ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এই হেফাজত নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য শাখাওয়াত হোসাইন রাজীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা্র দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করেন বলে জানা যায়।

এর আগে সোমবার (১২ এপ্রিল) এ মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে পুরো ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। এ সময় কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র-আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল-পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ করে হেফাজতের নেতা-কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছিল।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ