সকল সংবাদ

বিতর্কিত বক্তা মুফতি আমির হামজা গ্রেপ্তার

ওয়াজের নামে ধর্মের ‘অপব্যাখ্যা ও উগ্রবাদ’ ছড়ানোর অভিযোগে বিতর্কিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
বিতর্কিত বক্তা মুফতি আমির হামজা গ্রেপ্তার
বিতর্কিত বক্তা মুফতি আমির হামজা গ্রেপ্তার

সোমবার (২৪ মে) বিকেলে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে ঢাকায় সিটিটিসি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

সিটিটিসি সূত্র জানায়, আমির হামজা দীর্ঘদিন ধরে ওয়াজের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছিলেন। তিনি ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়িয়ে আসছিলেন।

তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে অনেকে নাশকতার চেষ্টাও চালায়। জাতীয় সংসদ ভবন এলাকায় নাশকতার চেষ্টা চালাতে এসে এক তরুণ গ্রেপ্তারও হয়।

ওই তরুণ জিজ্ঞাসাবাদে আমির হামজার বক্তব্যে নিজে অনুপ্রাণিত হওয়ার কথা স্বীকার করে। এরপর থেকে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সমকালকে বলেন, আমির হামজার বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটে তদন্তাধীন একটি মামলা রয়েছে। সেই মামলায় তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আমির হামজার স্ত্রী তামান্না সুলতানার ভাষ্য, রোববার তারা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামে বেড়াতে আসেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাদা পোশাকে ছয়-সাতজন লোক এসে তার স্বামীকে হাতকড়া পরিয়ে নিয়ে যান।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ