শিক্ষাঙ্গণ

ভর্তি যুদ্ধ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় || জুনে পরীক্ষা || ১ সিটে ৪০ জন প্রতিদ্ধন্ধী

ভর্তি যুদ্ধ || চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ে জুনে পরীক্ষা । ১ সিটে ৪০ জন প্রতিদ্ধন্ধী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে গতকাল শুক্রবার (৭ মে)। ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯২ হাজার ৭৯২ জন। অর্থাৎ এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। এর আগে নির্ধারিত তারিখ শুক্রবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে এ আবেদন জমা নেওয়া হয়।

ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, এবার ‘এ‘ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, ‘বি-১’ ইউনিটে ৩ হাজার ৪১৫টি, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১টি, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯টি, ‘ডি-১’ ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন জমা হয়েছে।

চবির ভর্তি পরীক্ষা ৩ ধাপে আগামী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিটে, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিটে, ২৮ ও ২৯ জুন ‘এ‘ ইউনিটে, ৩০ জুন ‘সি’ ইউনিটে এবং ১জুলাই ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয় ভর্তি আবেদন। বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় গত ২৮ এপ্রিল ভর্তির আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে ৩০ এপ্রিল ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল।

এদিকে, গত ৫ এপ্রিল থেকে চবিতে ভর্তির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।

প্রসঙ্গত, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট, ৩০ জুন ‘সি’ ইউনিট এবং ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুলাই।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ