জাতীয়সকল সংবাদ

পাসপোর্ট রি-ইস্যুঃ মেয়াদোত্তীর্ণ হলেও লাগবে না জরিমানা…

পাসপোর্ট রি-ইস্যুঃ মেয়াদোত্তীর্ণ হলেও লাগবে না জরিমানা...
ই পাসপোর্ট/বাংলাদেশ। ( প্রতীকী চিত্র )

মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট ( ই ও এমআরপি উভয় ) রি-ইস্যু করতে অতিরিক্ত কোনো ফি বা জরিমানা লাগবে না বলে জানানো হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক পেইজ) এ তথ্য প্রকাশ করেন।

এতে একইসঙ্গে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এ বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেওয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

উল্লেখ্য পূর্বে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি আর লাগছে না।

ওয়াইএইচ / বিবিএন।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *