সকল সংবাদজাতীয়রাজনীতি

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।

তবে নির্বাচন চলাকালীন রাজধানীর ১০টি স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়। এদিকে নানা অনিয়মের অভিযোগ এনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেন বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে তিনি পূনঃনির্বাচনের দাবি জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। সাংবিধানিক বাধ্যবাধকতায় এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। এরা হলেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টি-জাপার মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ