চট্টগ্রামসকল সংবাদ

চসিকের পরামর্শক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চসিকের পরামর্শক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত


আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইগারপাসস্থ চসিক ভবনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরামর্শক কমিটির প্রথম সভায় এই সমন্বয়হীনতার বিষয়টিই মুখ্য আলোচনা হয়ে উঠেছে।

চসিকের পরামর্শক কমিটির প্রথম সভায়
আইনি সংশোধনের মাধ্যমে সমন্বয়হীনতা দূরীকরণের প্রস্তাব পরামর্শকদের

চট্টগ্রামে সরকারের বিভিন্ন সংস্থা রেলওয়ে পূর্বাঞ্চল,চট্টগ্রাম বন্দর,চট্টগ্রাম ওয়াসা,কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অপরাপর সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়হীনতার কারণে নগরের কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিতকরণে সংস্থাগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনে আইনি সংশোধনের মাধ্যমে সমন্বয় নিশ্চিতকরণের বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছেন পরামর্শকগণ।


চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে সভায় পরামর্শক কমিটির প্রধান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সরকারি সংস্থা পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ, নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান, কেডিএস গ্রæপের চেয়ারম্যান খলিলুর রহমান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন, বিএসআরএম গ্রæপের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস এবং বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম এ সালাম উপস্থিত ছিলেন।


সমন্বয়হীনতার বিষয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, স্থানীয় সরকার আইনে সিটি কর্পোরেশনের প্রতিটি সমন্বয় সভায় সংশ্লিষ্ট সেবা সংস্থা অংশগ্রহণের জন্য নির্দেশনা আছে। কিন্তু অনুপস্থিত থাকলে বা সমন্বয় না করলে সংস্থাগুলোর প্রতি সিটি কর্পোরেশনের করণীয় নির্ধারণে কোন বিধান নেই। অনেক ক্ষেত্রে সমন্বয় সভাগুলোতে সংস্থা প্রধান না এসে একজন প্রতিনিধি পাঠানো হয়। অথচ সভায় উপস্থিত প্রতিনিধির কোন সিদ্ধান্ত গ্রহণ বা প্রদানের ক্ষমতা নেই। এতে করে সমন্বয়হীনতা রয়েই যাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় সরকার আইন সংশোধনের বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে।


করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে পরামর্শক কমিটির প্রথম সভায় উপস্থিত হতে পারেননি বিএসআরএম গ্রæপের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজি মো. নুরুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত হননি। তবে একাত্মতা প্রকাশ করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন প্রশাসক।

বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *