কবিতা ও সাহিত্য

“গুলিবিদ্ধ বাংলাদেশ”
নাসির আহমেদ

“গুলিবিদ্ধ বাংলাদেশ”
নাসির আহমেদ

"গুলিবিদ্ধ বাংলাদেশ" নাসির আহমেদ
“গুলিবিদ্ধ বাংলাদেশ” নাসির আহমেদ

দেয়ালে গুলির ক্ষত, সিঁড়িতে রক্তের দাগ এতকাল পরও
অবিনাশী চিহ্ন হয়ে জেগে আছে, মােছেনি এখনাে
পিতৃহননের ওই কলঙ্কিত স্মৃতি যেন ঝােড়াে
হাওয়ার উদ্দামতা নিয়ে তােলপাড় করে বুক কখনাে-কখনাে।
টলে ওঠে বাংলাদেশ প্রবল ধিক্কারে
শুধু ওই সিঁড়ি নয়, সকল মানচিত্র জুড়ে
ছড়ানাে এ রক্ত-চিহ্ন নিঃশব্দে বলছে বারে বারে।
এ যে সিড়ি কিংবা পিতার বক্ষ নয়; যতদূরে
দৃষ্টি যায় তাকাও দেখবে বাংলাদেশ
গুলিবিদ্ধ । এই রক্ত অনন্ত সাগরে অনিঃশেষ
বয়ে যাবে কাল থেকে কালান্তরে ইতিহাস ছুঁয়ে।
এই রক্ত আমাদের প্রিয় স্বাধীনতার প্রখর সূর্য
নাম উচ্চারণমাত্র শ্রদ্ধায় পড়বে মাথা নুয়ে।

বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ