জাতীয়

সিটি স্ক্যান শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান শেষে করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজারে ফিরেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে বেগম জিয়াকে বহন করা গাড়িটি বাসায় পৌঁছে। এর ঘন্টাখানিক আগে, রাত ১০টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন খালেদা জিয়াকে বহন করা গাড়িটি।

সিটি স্ক্যান শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বৃহস্পতিবার রাত ৯টা ৪০মিনিটের দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেগম জিয়াকে। এ সময় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেয়। গেট বন্ধের ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের নিরাপত্তাকর্মী জাহিদ আকবর গণমাধ্যমকে বলেন, ‘উপরের অর্ডার আছে, হাসপাতালে প্রবেশ করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নেয়া লাগবে। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়া আর অনুমুতি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না।’

এদিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার, ডা. আল মামুন, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও গৃহপরিচারিকা ফাতেমা।

এর আগে রাত ৯টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবন‘ফিরোজা’ থেকে বের হয় বেগম জিয়াকে বহনকারী গোল্ডেন কালারের একটি প্রাইভেটকার।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ