সকল সংবাদআন্তর্জাতিক

উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, তাই সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, তাই সিঁড়িতেই আদালত বসালেন বিচারক
ছবিঃ সংগৃহিত

আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এমনই বিরল ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে এই ঘটনা। আদালতের ওই বিচারককে প্রশংসায় ভাসাচ্ছেন নেটবাসী।

আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

বে অব বেঙ্গল নিউজ ডটকম

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *