আন্তর্জাতিকসকল সংবাদ

ইরান তার রপ্তানি পণ্যের ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি করছে

ইরান তার রপ্তানি পণ্যের ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি করছে
ইরান তার রপ্তানি পণ্যের ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে রপ্তানি করছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান তার রপ্তানি পণ্যের শতকরা ৭০ ভাগ প্রতিবেশী ১৫টি দেশে পাঠিয়েছে। চলতি ফারসি বছরের প্রথম ছয় মাসের রপ্তানি তথ্য থেকে একথা জানা গেছে। গত ২১ মার্চ ইরানের ফারসি বছর শুরু হয়েছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী হামিদ জাদবুম সোমবার রপ্তানি সর্ম্পিত এ তথ্য জানান। তিনি জানান, গত বছর এই ১৫টি প্রতিবেশী দেশে ইরান থেকে শতকরা ৬০ ভাগ এবং তার আগের বছর ৫৫ ভাগ পণ্য রপ্তানি করা হয়।

ইরানের এ মন্ত্রী বলেন, চলতি ফরাসি বছরে প্রতিবেশী দেশগুলোতে ১২ হাজার ৫০০ কোটি ডলারের পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে।

ইরানের বিরুদ্ধে যখন মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তখন তেহরানের পক্ষ থেকে এই তথ্য এলো। ইরানের এই রপ্তানি তৎপরতা মার্কিন চাপ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হয়।

সূত্র: পার্সটুডে

বে অব বেঙ্গল নিউজ/ BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ