সারাদেশশিক্ষাঙ্গণ

ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
ছাত্র অধিকার পরিষদ নেতা আখতার হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিষয়ে ছাত্র-যুব ও শ্রম অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘ক্যাম্পাসে যেসব মানুষ বা পথ শিশু কিংবা যাঁরা ফেরি করে পণ্য বিক্রি করেন, তাদের খাদ্য বিতরণের কর্মসূচি ছিল মঙ্গলবার। ওই কর্মসূচিতে থেকে একটি সাদা গাড়িতে তাঁকে তুলে নিয়ে যায়।’

নুরুল হক আরও বলেন, আকতার বেশ কিছুদিন ধরে বেশ অসুস্থ।

প্রসঙ্গত গত ২৫ মার্চ ঢাকার মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের একটি মিছিল থেকে গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার দায়ে পুলিশ শাহবাগ থানায় মামলা করেছিল। পুলিশের দায়েরকৃত ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছিল ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেনকে।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ