চট্টগ্রাম

হালদা নদীতে অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস ও জাল জব্দ

চট্টগ্রামঃ হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
হালদা নদীতে অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস ও জাল জব্দ
হালদা নদীতে অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস ও জাল জব্দ

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ২টা-৫টা পর্যন্ত হালদা নদীর সাত্তারঘাট ঘাট থেকে পেশকারহাটে এ অভিযান পরিচালিত হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরা তৎপর থাকার আশঙ্কায় হালদা নদীর সাত্তারঘাট ঘাট থেকে পেশকারহাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা হয়েছে।

তিনি বলেন, অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।একই সঙ্গে ১ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

উক্ত অভিযানে সহযোগিতা করেছেন আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান ও আইডিএফ সদস্যরা।

Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ