সারাদেশশিক্ষাঙ্গণ

রাবিতে উদ্ধার আরও চার বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বধ্যভূমিতে উদ্ধার চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।
রাবিতে উদ্ধার আরও চার বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
রাবিতে উদ্ধার আরও চার বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
শনিবার (১ মে) দুপুর আড়াইটার দিকে বগুড়া ক্যান্টনমেন্টের বোম্ব ডিসপোজাল ইউনিট রাবি ক্যাম্পাসের ফাঁকা জায়গায় বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়।
শুক্রবার (৩০ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পাশের বধ্যভূমি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় দুইটি মর্টারশেল, একটি রকেট লঞ্চার এবং একটি ল্যান্ড মাইন।

খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে ঘিরে রাখে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধারকৃত চারটি বোমা নিষ্ক্রিয় করেছেন।

এর আগে গত ২৭ এপ্রিল রাবির শহীদ শামসুজ্জোহা হলের পাশের বধ্যভূমি এলাকায় একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া যায়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানির হানাদার বাহিনী ক্যাম্প ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল।

মুক্তিযোদ্ধাদের মতে এটি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় ক্যাম্প ও নির্যাতন ক্যাম্প ছিল।

মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পর শহীদ শামসুজ্জোহা হলের পেছন থেকে কয়েক হাজার মাথার খুলি, অস্ত্র, বারুদ,মর্টারশেল উদ্ধার করা হয়।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ