খেলাধুলাসকল সংবাদ

শেষ থেকে আরম্ভ করবেন লিটন,ফিরছেন তামিমের সঙ্গী সাদমান

সব ফরম্যাটে অসাধারণ সময় কাটাচ্ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্টে লোয়ার অর্ডার বা সীমিত ওভারে টপ অর্ডারে রানের বন্যা বইছিল তার ব্যাটে। কিন্তু করোনা ভাইরাস এসে এই দারুণ ফরমের সময়টা থামিয়ে দিল। লিটন গতকাল বললেন, যে জায়গায় শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করতে চান শ্রীলঙ্কায়।

৯৫ বলে ৫৩, ১০৫ বলে ১২৬*, ১৪ বলে ৯, ১৪৩ বলে ১৭৬, ৩৯ বলে ৫৯, ৪৫ বলে ৬০*—বিরাট কোহলি বা বাবর আজম নন, এই সর্বশেষ ছয়টি ইনিংসের মালিক বাংলাদেশের লিটন দাস!

শেষ থেকে আরম্ভ করবেন লিটন,ফিরছেন তামিমের সঙ্গী সাদমান
লিটন দাস।

মধ্যের এই সময়টাতে আর সবার মতোই খেলার বাইরে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টায় ছিলেন লিটন। বলছিলেন, ‘লকডাউনে আমি বেশির ভাগ সময় বাসায় ছিলাম যেহেতু মাঠ ব্যবহারের কোনো অনুমতি ছিল না এখানে বা আমার নিজ জেলাতে। আমি চেষ্টা করেছি যে, বাসায় যে কাজগুলো করা যায় জিম এবং ট্রেডমিলে রানিংটা করেছি। পরিবারের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।’

কিন্তু লিটন এটা বুঝেছেন যে, বাসায় আসলে মাঠের কাজটা হয় না। তাই মাঠকে খুব মিস করছিলেন, ‘আসলে বাসার আর মাঠের যে জিনিসগুলো হয় তার মধ্যে পার্থক্য থাকে। এদিক দিয়ে অনেক কষ্ট লাগছে জিনিসটা যে অনেক দিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। ঐ সময়টায় আমি নিজের আগের ব্যাটিংগুলো দেখছি, কী কী জিনিস উন্নতি করা যায়।’

অবশেষে সেই অবস্থাটা কাটিয়ে মাঠে ফিরেছেন। এবার লিটন সেরা প্রস্তুতিটা নিতে চান ভালো কিছু করার জন্য, ‘মিরপুরে ফিরতে পারা নিজের অনেক ভালো লাগছে। কারণ অনেক দিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারতেছি, ব্যাটিং করতে পারতেছি। এটা হলো সবচেয়ে বড় জিনিস উইকেটের মধ্যে বায়টিং করা। এ জিনিসটা অনেক স্বস্তি দিচ্ছে যে, সামনে হয়তো ক্রিকেট আছে এবং আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করব সামনে যে সিরিজটা আছে সেটায় এখান থেকে প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু করা যায়।’

লিটন মনেপ্রাণে চাচ্ছেন সর্বশেষ সিরিজের সেই মনোযোগটা আবার ফিরে পেতে, ‘আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি এই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয়, মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি যে, আমাকে ভালো কিছু করতে হবে তাহলে মনে হয় সম্ভব ভালো কিছু করা।’

ফিরছেন তামিমের সঙ্গী সাদমান

গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে প্রতিটা সিরিজের আগে নিয়মিত প্রশ্ন—তামিম ইকবালের সঙ্গী কে?

সেই জাভেদ ওমর বেলিম থেকে শুরু করে সাইফ হাসান; কম ওপেনারের সঙ্গে ইনিংস শুরু করেননি তামিম। মাঝে ইমরুল কায়েস একটু থিতু হয়েছেন। কিন্তু তিনি আবার রাডারের বাইরে চলে গেছেন। সর্বশেষ এই জায়গাটায় একটু স্থিতিশীল হয়েছিলেন তরুণ ওপেনার সাদমান ইসলাম। কিন্তু ইনজুরিতে জায়গাটা হারিয়েছিলেন তিনি। তার বদলি হিসেবে খেলা সাইফ খুব ভালো কিছু করতে পারেননি। সুতরাং টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, শ্রীলঙ্কায় সাদমানই থাকবেন তামিমের সঙ্গী হিসেবে প্রথম পছন্দ।

শেষ থেকে আরম্ভ করবেন লিটন,ফিরছেন তামিমের সঙ্গী সাদমান
সাদমান।

সাদমান ইসলামের অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ঢাকায়। অভিষেক ইনিংসে ১৯৯ বলে ৭৬ রান করে ঘরোয়া ক্রিকেটের ‘প্রাচীর’ বলে পরিচিত এ তরুণ নিজেকে প্রমাণ করেছিলেন। এরপর বাকি ১০ ইনিংসে পঞ্চাশ আর পার করতে না পারলেও টুকটাক ভালো শুরু এনে দিতে পেরেছেন তামিমের সঙ্গে।

২০১৯ সালের নভেম্বরের পর ইনজুরির কারণে আর খেলতে পারেননি সাদমান। বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ভুগছিলেন। কবজির চোট নিয়ে খেলেছেনও। কিন্তু দিনকে দিন সেই ব্যথাটা বাড়ছিল। অবশেষে গত এপ্রিলে শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পাঠিয়েছিল অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারের জন্য। অস্ত্রোপচার শেষে দেশে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন। তারপর একক অনুশীলন শুরু হলে সেখানে যোগ দিয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেল, এখন খেলার জন্য পুরোপুরি ফিট তিনি। টিম ম্যানেজমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলল, ‘সাদমান পুরোপুরি ফিট। ও সুস্থ থাকতে যেহেতু তামিমের সঙ্গী হিসেবে ও প্রথম পছন্দ ছিল, তাই শ্রীলঙ্কাতে তারই শুরু করার কথা। তবে সাইফও বিবেচনার বাইরে যাচ্ছে না।’

রুউ/স্টাফ রিপোর্টার/বিবিএন

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *