জাতীয়সকল সংবাদ

শনিবার থেকে ৫ টি দেশে বিমানের ফ্লাইট চালু হতে পারে

সরকারের দেয়া কঠোর লকডাউনে শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। এরকমি তথ্য দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
শনিবার থেকে ৫ টি দেশে বিমানের ফ্লাইট চালু হতে পারে

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এ বিষয় নিয়ে সংশ্লিষ্টরা বৈঠকে মিলিত হয়েছেন। এতে আপাতত তাদের সিদ্ধান্ত হয়েছে পাঁচটি দেশে ১০০/১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

লকডাউনকালীন বিদেশ থেকে আগত বিদেশগামী মানুষ/কর্মীদের গন্তব্য নিজ দেশে যাওয়া বিষয়ে ভার্চ্যুয়ালি একটি সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়।

(বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, শনিবার (১৭ এপ্রিল) থেকে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা আছে। আমরা এসকল দেশে ১০০/১২০টি ফ্লাইট পরিচালনা করবো আপাতত। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টায় সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সব কিছু সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত হবে।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ