জাতীয়স্বাস্থ্য

চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো
চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো

মঙ্গলবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে শুরু এক সপ্তাহের লকডাউন। যার ধারাবাহিকতায় লকডাউন বিধিনিষেধ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

এরপর দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় সারাদেশ ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘সর্বাত্মক লকডাউন’ বা কঠোর লকডাউন, পরবর্তীতে যার মেয়াদ ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
এই সময়সীমা শেষ হওয়ার আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ