সারাদেশসকল সংবাদ

রাইড শেয়ার সার্ভিস ও দোকান খোলার দাবি || বিক্ষোভ অব্যাহত রাজধানীতে

রাজধানীতে বিক্ষোভ অব্যাহত-দাবী দোকান খোলা ও রাইড শেয়ারিং চালু।

কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার দাবীতে গতকাল ৭এপ্রিল রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রাইড শেয়ার সার্ভিস ও দোকান খোলার দাবি || বিক্ষোভ অব্যাহত রাজধানীতে

বসুন্ধরা ও ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।এই নিয়ে রাজধানীর গুলিস্তানে পুলিশ-ব্যবসায়ী ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।


এদিকে এপ ভিত্তিক মোটর সাইকেল সেবা চালুর দাবীতে গতকাল সকাল থেকেই মগবাজার, বেইলি রোড়, এয়ারপোর্ট, শ্যামলী ও তেজগাঁও এ গুরুত্বপূর্ণ সড়ক গুলি অবরোধ করে তারা স্বাস্থ্যবিধি মেনে সেবা চালুর দাবী জানান।

প্রায় ২০০র অধিক মোটর সাইকেল চালক এই বিক্ষোভে অংশ নেন।প্রায় আধা ঘন্টা তারা অবস্থান নেন। পরে মগবাজার মোড় অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীরা পরে বেইলি রোড় ও শ্যামলীর দিকে চলে যান।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ