সারাদেশসকল সংবাদ

মাগুরাই শুরু হয়েছে কৃষকের সোনালী ফসল উত্তোলন

মাগুরাঃ মাগুরা জেলা জুড়ে শুরু হয়েছে কৃষকের সোনালী ফসল ঘরে তোলার কার্যক্রম। বিশেষ করে এই সময় কৃষকের নতুন ফসল ঘরে তোলার জন্য নবান্ন উৎসব পালিত হয়।
মাগুরাই শুরু হয়েছে কৃষকের সোনালী ফসল উত্তোলন

কিন্তু মহামারী করোনা ভাইরাসের ফলে এবার লোকসমাগম না হওয়ায় নবান্ন উৎসব পালিত হচ্ছে না। কৃষকের সোনালী ফসল উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে নবান্ন বাদেই। গ্রামের প্রান্তিক কৃষকের হাড় ভাঙ্গা পরিশ্রম এই ফসলকেই ঘিরে। প্রতিটা বছরের স্বপ্ন মাখে এই সোনালী ধানে।

কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, কৃষকের ফসল তুলতে প্রয়োজন শ্রমিক কিন্তু এবার মহামারীর কারণে সংকট শ্রমিক। কাজের জন্য ছুটে আসা শ্রমিকরা এখন আসতে পারছে না লক ডাউনের কারণে। ফলে শ্রমিক সংকটের কারণে এবার ফসল তুলতে দেরি ও হতে পারে। এই সোনালী ফসলকে ঘরে তোলা নিয়ে ও রয়েছে কৃষকের ভয়। কৃষকের ভয় প্রকৃতি। যদি ঝড় বাতাস শীলা বৃষ্টি হয় তাহলে কৃষকের সব চেয়ে বেশি ক্ষতি হবে।কৃষকের মুখে এখনও রয়েছে হাসি। তবে হাসি থেমে যেতে পারে তার সোনালী ফসলের দাম নায্য মুল্যে না পেলে।

কৃষক আশা করে তার ঘাম ঝরানো ফসলের দাম থাকবে। তাদের মুখে হাসি থাকবে। ভরে উঠবে সোনালী ফসলের গন্ধে চারিদিক।

এম আর এইচ এস / মাগুরা / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ