জাতীয়সকল সংবাদ

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত…

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনে শতভাগ টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শতভাগ আসন পূর্ণ করে ট্রেন চালানোর এই সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত...
প্রতীকী চিত্র।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি বিস্তারিত বলেন, বুধবার থেকে টিকিটের ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রয় করা হবে। শতভাগ টিকেট বিক্রয়ের মাধ্যমে আসন পূর্ণ করে রেল চালানো হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করাসহ সকল নির্দেশনা আগের মতই থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সে সময় থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকেট বিক্রয় করা হচ্ছিল।

এছাড়া উল্লেখ্য চলতি মাসের ৫ সেপ্টেম্বর থেকে করোনা সংক্রান্ত বিধি-নিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী ট্রেন। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকেট বিক্রয় শুরু হয়।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *