জাতীয়সকল সংবাদ

বাগেরহাটে ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ/ নিহত ১…

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বাগেরহাটে শরণখোলায় ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাকির জোমাদ্দার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বাগেরহাটে ছাগলের গায়ে কাদামাখা নিয়ে দু'গ্রুপের সংঘর্ষ/ নিহত ১...
প্রতীকী চিত্র।

বাগেরহাট শরণখোলা উপজেলা ধানসগর গ্রামের জাকির জোমাদ্দার ও তার প্রতিবেশী মন্টুর পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এসময় উভয়পক্ষের আরো ৪ জন ব্যক্তি আহত হয়।জানা যায়, নিহত জাকির জোমাদ্ধার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, মঙ্গলবার জাকিরের বড় ভাইয়ের ছাগল প্রতিবেশী মন্টুর ক্ষেতে যায়। এসময় মন্টু বা তার লোকেরা ছাগলটির শরীরে কাদা মেখে দেয়। ছাগলের শরীরের কেন কাদা মাখানো হল এ বিষয়টি জানার জন্য জাকির জোমাদ্দার মন্টুর কাছে জানতে চান। কথা-কাটির এক পর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের এক পর্যায়ে জাকিরের মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা জাকিরের মরদেহ উদ্ধার করেছি।বুধবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আটকের জন্য অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

এমএইচ/ বিবিএন/ স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *