সারাদেশ

বাংলা চ্যানেল ডাবলক্রস করে রেকর্ড সাইফুলের

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙ্গালী ব্রজেন দাশ হলেও বাংলা চ্যানেল ডাবল ক্রস করে ইতিহাস গড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং টিমের অধিনায়ক সাইফুল ইসলাম রাসেল।

বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে বাংলা চ্যানেল (টেকনাফ থেকে সেন্ট মার্টিন ১৬.১ কিলো জলপথ) ডাবল ক্রস করে (১৬.১+১৬.১= ৩২.২) রেকর্ড গড়েছেন সাবেক ডাকসু সদস্য সাইফুল।

ডাবল ক্রস সমাপ্ত করতে রাসেল সাঁতার কেটেছেন টানা ১০ ঘন্টা ২০ মিনিট। ২০০৬ সালে বাংলা চ্যানেল আবিস্কার হবার পর এই প্রথম কোনো বাংলাদেশি ডাবল ক্রস সমাপ্ত করতে পারলো।

সাইফুল জানান,’সাঁতার আমার অনেকদিনের নেশা,স্বাস্থের জন্য এর কোনো বিকল্প নেই,এটি একটি জীবন রক্ষাকারী কৌশল ও বটে!তাই অভিভাবকদের সন্তানকে সাঁতারে উৎসাহ দিতে অনুরোধ জানান তিনি।

Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ