খেলাধুলা

বাংলাদেশের দ্রুত তম মানব ও মানবী

বাংলাদেশ গেমস ২০২১ এ দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তার।

বাংলাদেশের দ্রুত তম মানব ও মানবী


লং জাম্পার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ইসমাইলের স্বপ্ন ছিলো ট্র‍্যাকে দৌড়ানোর।

২০১৭ সালে আর্মি স্টেডিয়ামে ইন্দো বাংলা ক্যাম্প হয়।লং জাম্পের ফাঁকে একমাস ট্রেনিং করার পর ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ার পর শুরুতেই হোছট খান তিনি। ক্যাম্প বন্ধের পর চলে আসেন নিজ কর্মস্থল বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাম্পে।

২০১৮ সালে ১০০ মিটার ট্রায়াল দিয়ে সেখানেই বাজিমাত করেন। এর পর আর ফিরে তাকাতে হয় নি ২৯ বছর বয়সী এই যুবককে।

৫ফুট ১০ ইঞ্চি উচ্চতার ইসমাইল এরপরের চার বার ১০০ মিটারে ৩বারই হয়েছেন চ্যাম্পিয়ান আর একবার রানার্সআপ।স্বপ্নের পরিধি আরো বেড়েছে তার। ইচ্ছা আছে বিদেশের মাটিতে বড় কোনো পদক জয়ের।

সেই ধারাবাহিকতায় এইবার বাংলাদেশ গেমসে হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।

শিরিন আক্তার একজন বাংলাদেশী দৌড়বিদ। ২০১৬ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের  তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত ৯ বার তিনি দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন।২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১১.৯৯ সেকেন্ডে দৌড়ে করেছিলেন তিনি, যা তার নিজের সেরা টাইমিং। আবারো দ্রুততম মানবীর খেতাব জিতলেন তিনি।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ