সকল সংবাদ

ফকির লালনের তিরোধান এবার হচ্ছে না

এবার হচ্ছে না আধ্যাত্বিক সাধক ফকির লালন সাঁই এর ১৩০ তম তিরোধান দিবসের কোন আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে লালন একাডেমি। এতে ক্ষুব্ধ ভক্ত-অনুরাগীরা। সীমিত পরিসরে হলেও অন্তত সাধুসঙ্গের ব্যবস্থার দাবি তাদের।

ফকির লালনের তিরোধান এবার হচ্ছে না
চিত্রকার মীর জাহিদ। (১৯৯৭ সাল)

প্রতিবছর এই সময়ে গানে গানে মুখর থাকে কুষ্টিয়ার ছেঁউড়িয়া। ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে তৈরি হয় অন্যরকম পরিবেশ। সাধুসঙ্গের পাশাপাশি লালন শাহ এর মর্মবাণী নিয়ে চলে আলোচনা ও বাউল সংগীতের আসর। গ্রামীণ মেলার আয়োজন যোগ করে অন্য মাত্রা।

কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। করোনা মহামারীর কারণে অনেকটাই মলিন লালন সাঁই এর আখড়া। মূল ফটকে ঝুলছে তালা। এরপরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে এসে উপস্থিত রয়েছেন ভক্ত-অনুসারীরা।

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাতিল করা হয়েছে এবারের আয়োজন। এছাড়া এ সিদ্ধান্তের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

১৮৯০ সালের ১৭-ই অক্টোবর নিজ আখড়াই মারা যান বাউল সম্রাট ফকির লালন শাহ। তার ইচ্ছা অনুসারে আখড়াতেই হয় তার সমাধি।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ