জাতীয়সারাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি | শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন

টক শোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি | শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি | শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন
সোমবার (১৫ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী হত্যার হুমকির মামলায় শামসুজ্জামান দুদুর উপস্থিতিতে শুনানি শেষে অভিযোগ গঠন করেন চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালত।

এই সময় আসামি শামসুজ্জামান দুদু মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আসামি শামসুজ্জামান দুদু নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

আদালত সূত্র জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে মামলা (সি.আর মামলা নম্বর: ২৭৩/২০১৯-রাঙ্গুনিয়া) দায়ের করেন।

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান ‘রাজকাহন’-এ শামসুজ্জামান দুদু বলেন, ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ বলেন,  প্রধানমন্ত্রী হত্যার হুমকির মামলায় শুনানি শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।  ২৪ মে থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *