সারাদেশ

হেফাজতের বিরুদ্ধে ছয় জেলায় ১৬ মামলার তদন্তে পিবিআই

হেফাজতে ইসলামের বিরুদ্ধে দেশের ছয় জেলায় দায়ের করা ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও হরতালের নামে সহিংসতার ঘটনায় এসব মামলা করা হয়।

এর আগে হেফাজতে ইসলামের বিরুদ্ধে ২৩ মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হেফাজতের বিরুদ্ধে ছয় জেলায় ১৬ মামলার তদন্তে পিবিআই
হেফাজতের বিরুদ্ধে ছয় জেলায় ১৬ মামলার তদন্তে পিবিআই
বৃহস্পতিবার (২২ এপ্রিল) পিবিআই প্রধান ও ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, হেফাজত ইসলামের বিরুদ্ধে ছয় জেলায় ১৬টি মামলার তদন্তের দায়িত্ব এসেছে পিবিআইর কাছে। মামলাগুলো নিয়ে কাজ শুরু হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। গত ২৬ মার্চের পর থেকে এ পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বিভিন্ন থানায়।

এর মধ্যে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কপবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে হওয়া ১৬টির তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।

হেফাজতের বিরুদ্ধে নাশকতা, হত্যাচেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে করা এসব মামলার আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পিবিআই।

নাশকতার কিছু ভিডিওচিত্র পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা এবং জড়িতদের শনাক্ত করা হবে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ