জাতীয়সকল সংবাদ

পায়েল হত্যাকাণ্ড: আসামীদের ফাঁসির রায়

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েল হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির রায় দিয়েছে আদালত।

পায়েল হত্যাকাণ্ড: আসামীদের ফাঁসির রায়
প্রতীকী চিত্র।

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, তার সহকারী ও ভাই ফয়সাল হোসেন এবং সুপারভাইজার জনি।

নিহত পায়েলের বাবা গোলাম মাওলা রায়ের প্রতিক্রিয়ায় বলেন, নিষ্ঠুরভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নিখোঁজ হন পায়েল। দুই দিন পর ২৩ জুলাই মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। এরপর হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং চালক জামাল হোসেন ও তাঁর সহকারী ফয়সাল হোসেনকে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়। পায়েলের মামা গোলাম সরোয়ার্দী সেসময় বাদী হয়ে চালক, তার সহকারী এবং সুপারভাইজার কে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আদালত আসামিদের মৃত্যুদন্ডের রায় দেয়।

এমসি / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ