সকল সংবাদ

নাশকতা মামলায় শাহাদাতের রিমান্ড আবেদন নামঞ্জুর

চট্টগ্রামে নাশকতা মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের রিমান্ড আবেদন আদালত নামঞ্জুর করেছেন।
নাশকতা মামলায় শাহাদাতের রিমান্ড আবেদন নামঞ্জুর
নাশকতা মামলায় শাহাদাতের রিমান্ড আবেদন নামঞ্জুর

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালত উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন, বিএনপির নগর সভাপতি ডা. শাহাদাত হোসেনকে কোতোয়ালী থানার একটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। 

গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উলেল্গখ করে দুইটি মামলা করা হয়।

এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ