সকল সংবাদউপজেলাচট্টগ্রাম

নারায়ণগঞ্জে ফটো সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে খুন, আটক ১…

নারায়ণগঞ্জে ফটো সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে খুন, আটক ১...
নিহত ফটো সাংবাদিক ইলিয়াস

রোববার ১১ ই অক্টোবর রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তথ্যসূত্রে জানা যায়, ইলিয়াস বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে।নিহত ইলিয়াস দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন।

এইদিকে বন্দর থানার উপ-পরিদর্শক এসআই তাওহীদ এ বিষয়ে জানিয়েছেন, ১১ ই অক্টোবর রোববার রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়।
এরপর ইলিয়াসকে উদ্ধার করে আশেপাশের লোকজন নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইতিমধ্যে, এ ঘটনায়  তুষার নামে একজনকে আটক করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,সাংবাদিক ইলিয়াস বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে তুষারসহ কয়েকজন সন্ত্রাসী। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা ইলিয়াসকে ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়।পরে আশেপাশের স্থানীয় লোকজন ইলিয়াসকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে দৈনিক বিজয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু জানিয়েছেন, নিহত ইলিয়াস দৈনিক বিজয় পত্রিকায় ফটো সংবাদিক হিসেবে কাজ করতেন।স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওই পত্রিকায় একাধিকবার নিউজ হয়।

ইতিমধ্যে, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের সোর্স হিসেবে পরিচিত তুষার গংয়ের প্রধান তুষারকে আটক করেছে পুলিশ।

আটকের সময় তার পরনের গেঞ্জিতে রক্তের দাগ ছিলো।এছাড়া, এ সময় তার কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করা হয়।

এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ