কবিতা ও সাহিত্যসকল সংবাদ

তােমাকেই আসতে হবে
মযহারুল ইসলাম

তােমাকেই আসতে হবে
মযহারুল ইসলাম
তােমাকেই আসতে হবে
মযহারুল ইসলাম

আমাদের প্রাণের ক্রন্দন বলেছে তুমি আসছো,
তুমি আসবেই, তােমাকে আসতেই হবে।
হলে কৃষকদের পান্তা ভাতে লবণ পড়বে না,
মাল্লার দাঁড় জলের স্পর্শ পাবে না,
সন্ধ্যার দীপ জুলবে না বাংলার ঘরে ঘরে,
তােমার জন্যে আমার জননী রােজা রেখেছিলো
তার ইফতার হবে না।
তুমি আসছাে, তুমি আসবেই
তােমাকে আসতেই হবে। পথ চেয়ে আছে
ভােরের দোয়েল। আমাদের প্রিয় স্বাধীনতা
ক্রাচে ভর-করা সূর্য-সৈনিক। । বত্রিশ নম্বরের
জনশূন্য পথ । ক্ষত-বিক্ষত সংবিধান। তৃষ্ণার্ত পতাকা।
লক্ষ জনতার তরঙ্গ।
তােমার প্রিয় তােফায়েল
তার মাথার চুলগুলাে সব খুইয়ে একা একা
রাত্রির অন্ধকারে পদচারণায় রত প্রতিদিন।
উদ্যানে তুমি আসবে বলে বিজয়মালা হাতে
তার অনন্ত প্রতীক্ষা। তােমার দুই কন্যার চোখে
অতল সমুদ্র। লােনা অশ্রুর ঢেউ উথাল-পাথাল।
ভিখিরির বেশেই না হয় তুমি এসাে
অডিসিউসের মতাে। স্থবির ধনুক হয়ে পড়ে আছে
তােমার সাধের বাংলাদেশ। তােমাকেই পরাতে হবে
জ্যা, লাগাতে হবে তীর। দারিদ্র্য, ক্ষুধা, মারী, যন্ত্রণা
দাড়িয়ে আছে চারপাশে, লােভাতুর একেকটি
রাক্ষস লুটেরার দল, সন্ত্রাস-দানব
হিংস্র থাবা মেলে আছে। হে অডিসিউস,
ইথাকার মতােই বাংলাদেশে তােমার
বড়ই প্রয়ােজন । তােমাকে আসতেই হবে।

Bay of Bengal News / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ