শিক্ষাঙ্গণ

অবশেষে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

অবশেষে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল
অবশেষে খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো খুলে দেয়। আপাতত শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

এদিকে দীর্ঘদিন পর পরিচিত আঙ্গিনা আবার মুখরিত হয়েছে শিক্ষার্থীদের পদচারণায়। সকাল থেকেই তাদের বরণ করে নেওয়া হয় ফুল, মাস্ক এবং চকলেট দিয়ে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত খুশীর। এটি ইদ উৎসবের মতো আনন্দের।’

তিনি আরো বলেন, ‘কয়েকটি মানদণ্ডকে সামনে রেখে আমরা কাজ করছি। সংক্রমণের হার অনেকটা কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীকে কত দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়া যায় সেটি আমরা দেখছি। টিকা কার্যক্রমের উপর নির্ভর করে আমরা সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার চিন্তাভাবনা করছি।’

বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ