চট্টগ্রামশিক্ষাঙ্গণসকল সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলে নতুন তিন প্রভোস্টের নিয়োগ…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলে নতুন তিন প্রভোস্টের নিয়োগ...
ছবিঃ নিয়োগ প্রাপ্ত তিন শিক্ষক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিনটি আবাসিক হলে নতুন তিনজন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে এমন সংবাদে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান নিশ্চিত করেছেন।

জানা যায়,

সোহরাওয়ার্দী হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মাইনুল হাসান চৌধুরী।


শাহ আমানত হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা।


জননেত্রী শেখ হাসিনা হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মনিরুল হাসান বলেন, ‘আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য তিনটি হলে প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদে ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মাইনুল, হাসান, শাহ আমানত হলের প্রভোস্ট পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক নির্মল কুমার সাহা ও জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর আ. ক. ম রেজাউর রহমানকে নিয়োগ পেয়েছেন।’

স্টাফ রিপোর্টার / চবি / বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *