চট্টগ্রাম

১৪ দিন বন্ধ থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত

করোনার সংক্রমণরোধে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের পর এবার বন্ধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজারের অন্যান্য পর্যটন ও বিনোদন কেন্দ্র। ১ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলার সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানা গেছে। 
১৪ দিন বন্ধ থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত
১৪ দিন বন্ধ থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কক্সবাজার জেলা প্রশাসকের নামে্র (জেলা প্রশাসক কক্সবাজার) একটি ভেরিফাইড ফেইসবুক একাউন্টে এ ঘোষণা দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ফেইসবুক পোস্টে জানান, সরকারীভাবে জারি করা ১৮ টি নির্দেশনা মতো কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সমাগম সীমিত করার লক্ষ্যে গত কয়েকদিন কাজ করেছি। সৈকতে জনসমাগম অতিরিক্ত হতে দেয়া হচ্ছিল না। কাজ করছিল একাধিক ভ্রাম্যমাণ আদালত। এরপরও ঠেকানো যাচ্ছিল না করোনার প্রাদূর্ভাব। ফলে, পর্যটন শিল্পের স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আপাত ১৪ দিনের জন্য কক্সবাজারের পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া জেলা প্রশাসক উল্লেখ করেন। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ