শিক্ষাঙ্গণজাতীয়

কওমি মাদ্রাসা বন্ধের নির্দেশ।। খোলা থাকবে এতিমখানা

দেশের এতিমখানা সমূহ ছাড়া দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়।
কওমি মাদ্রাসা বন্ধের নির্দেশ খোলা থাকবে এতিমখানা

এক্ষেত্রে কওমি ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিয়ম মেনে কওমি-মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে প্রত্যেক বছর সাধারণত রমজান মাসের পরপরই নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে।

এ বছর শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে অফিস খোলার অনুমতি চেয়ে কওমি মাদ্রাসাগুলোর পক্ষ থেকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়।

প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং প্রধানমন্ত্রী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি আন্তরিকতার সঙ্গে অনুধাবন করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস খোলা রাখার অনুমতি দেন।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ