আন্তর্জাতিকজাতীয়রাজনীতিসকল সংবাদ

আগামী বছরেই বাংলাদেশের ৫ প্রকল্প বাস্তবায়ন করবে ভারত…

আগামী বছরেই বাংলাদেশের ৫ প্রকল্প বাস্তবায়ন করবে ভারত...
ছবিঃ সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জানিয়েছেন, “আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প বাস্তবায়িত করবে ভারত।” দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আগামী বছরেই বাংলাদেশের ৫ প্রকল্প বাস্তবায়ন করবে ভারত...
ছবিঃ সংগৃহীত

গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের এক পর্যায়ে তিনি জানান, ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদী। এই বার্তা পৌছেঁ দেওয়ার উদ্দশ্যেই শ্রিংলার বাংলাদেশ সফর।ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর ঢাকায় তার দ্বিতীয় সফর এটি। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

উক্ত বৈঠকে তিনি আরও জানান, “আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করতে যাচ্ছে ভারত।” প্রকল্পগুলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গত ১৯ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *