ক্রিকেটখেলাধুলাসকল সংবাদ

আইপিএলে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের প্রথম জয়

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়।

ম্যাচে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। যার উপর ভর করে দল ২০৬ রান তুলে আরসিবিকে ২০৭ রানের টার্গেট ছুঁড়ে দেয়। এর রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০৯ রানে অলআউট হল (১৭ ওভারে)।১৩২* করে আইপিএলে ভারতীয়দের মধ্যে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছেন রাহুল। ম্যাচের সেরাও হয়েছেন তারকা ব্যাটসম্যান।

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও ০ রানে সাজঘরে ফিরলেন। বিরাট চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান করেছেন।

পাঞ্জাবের বোলারদের মধ্যে সেলডেন কোটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামি ৩ ওভরে ১৪ রান খরচে ১টি উইকেট নিলেন।

পাঞ্জাবের স্পিনাররা কামাল করলেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণোই ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নিলেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।

আইপিএলে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের প্রথম জয়
লোকেশ রাহুল।

আইপিএল ২০২০ তে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থেকে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন লোকেশ রাহুল। ম্যাচে এদিন ১৪টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন রাহুল। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে ইনিংসে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন রাহুল।

এর আগে ভারতীয়দের মধ্যে ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। পন্থের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২৮*। পন্থের সেই রেকর্ড ভেঙে রাহুল ১৩২* রান হাঁকান।

স্টাফ রিপোর্টার/বে অব বেঙ্গল নিউজ

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *