মেট্রোরেলের কোচের প্রথম চালান এখন ঢাকায় পৌঁছেছে
নির্ধারিত সময়ের দুদিন আগেই মেট্রোরেলের ছয়টি কোচের প্রথম চালান পৌঁছেছে ঢাকায়।

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে মেট্রোরেলের কোচ বহনকারী বার্জ পৌঁছায়। সেখান থেকে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে আগামী ২৩ এপ্রিল বড় ট্রলির মাধ্যমে।
জানা যায়, গত ৩১ মার্চ বিকেলে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়। এরপর আগের নির্ধারিত সময় অনুযায়ী, আগামী শুক্রবার (২৩ এপ্রিল) কোচ বহনকারী প্রথম চালানটি ঢাকার তুরাগ নদীর তীরে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে আসার কথা ছিল। কিন্তু এটী ঢাকায় পৌঁছে যায় নির্ধারিত সময়ের দুই দিন আগেই।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news