আজকের রাশিফল | বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

তো চলুন জানিয়া নেওয়া যাক আজকের রাশিফল ও আপনার গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-

আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

মেষ:
অপ্রত্যাশিত অর্থ বা দ্রব্য হাতে আসিতে পারে। কোনো বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি। কোনো কঠিন কাজ সফলতার সঙ্গে শেষ করিতে পারিবেন। রোমান্স শুভ।

বৃষ:
বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হইবে। ব্যবসায় জটিলতা কাটিবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাইবেন। সামাজিক কাজে অন্যের সমর্থন পাইবেন।

মিথুন:

ভালো কাজের আশ্বাস পাইবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সদুপদেশ পাইতে পারেন। অন্যের উপকার করে আনন্দ পাইবেন। অযাচিত কিছু অর্থ হাতে আসিতে পারে।

কর্কট:

মানসিক চাপ কিছুটা কমিবে। কোনো ভুল সংশোধনের সুযোগ পাইবেন। অন্যের উপকার করে আনন্দ পাইবেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখিবেন না। স্বাস্থ্যবিধি মানিয়া চলুন।

সিংহ:
সামাজিক কাজে অংশ নিতে পারেন। আপনার কাজে অন্যদের প্রভাবিত করিতে পারিবেন। দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। রোমান্স শুভ।

কন্যা:
বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের সমস্যায় উদ্বেগ। পারিবারিক জটিলতা দূর হইবে। জীবন সম্পর্কে আশাবাদী মনোভাব অব্যাহত রাখুন। শরীরের যত্ন নিবেন।

তুলা:
জনসংযোগ বৃদ্ধি পাইবে। অর্থ আগমনের পথ সুগম হইবে। বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তার আশ্বাস পাইতে পারেন। সৃজনশীল কাজে আনন্দ পাইবেন।

বৃশ্চিক:

কোনো শুভ যোগাযোগ ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হইবে। আপনার ধারণা অন্যদের কাছে গ্রহণযোগ্য হইবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করিয়া নেওয়া সহজ হইবে।

ধনু:
দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া পুনরুদ্ধার হইতে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধা-বিঘ্ন কাটিয়ে উঠিতে পারিবেন। বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। অসুস্থদের সতর্ক থাকিতে হইবে।

মকর:

ব্যবসায় কিছুটা চাপ থাকিবে। প্রিয়জনের জন্য মানসিক কষ্ট। অবহেলার কারণে সুযোগ নষ্ট হইতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সফলতা আনিবে।

কুম্ভ:

সাম্প্রতিক ঘটনায় আপনার চিন্তাশক্তি দুর্বল হইতে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক হইতে পারে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। ভালো থাকুন।

মীন:

ব্যবসায় চাপ বাড়িবে। কোনো ব্যাপারে আশাহত হইতে পারেন। মনোযোগের অভাবে প্রিয়জন বিচলিত হইতে পারে। অসমাপ্ত কাজ শেষ করুন।