ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তামিম | রয়েছে ব্যাক্তিগত কারণ
টি টোয়েন্ট না খেলেই দেশে ফিরবেন তামিম ইকবাল
ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তামিম,রয়েছে ব্যাক্তিগত কারণ। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন অধিনায়ক তামিম ইকবাল।

সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ থেকে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বলে জানা গেছে। দলকে সাথে নিয়ে বাংলাদেশ ছাড়ার আগেই জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও সংশ্লিষ্ট নির্বাচকদের বিষয়টি জানিয়েছিলেন এই হার্ড হিটার।
বৃহস্পতিবার ডানেডিন থেকে ওয়ানডে সিরিজের আগে অনলাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান তামিম।তিনি বলেন, ‘আমি নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলে এসেছিলাম।ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারবো না।’
দলের সাথে না থাকলেও অধিনায়ক মাহমুদউল্লাহর দলকে আগাম শুভকামনা জানিয়েছেন তামিম,বলেন, ‘দলকে শুভকামনা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে আমরা যখনই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি, এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত। আমি শুধু ওয়ানডে অধিনায়ক বলেই যে এই ফরম্যাটে ভালো করতে চাই, জিততে চাই—এমনটা নয়। এর সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত।’
নিউজিল্যান্ড সফর থেকে পারিবারিক কারণে আগেই ছুটি নিয়ে রেখেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় টেস্টও খেলতে যাচ্ছেন না তিনি। আরেক অভিজ্ঞ খেলোয়াড় তামিমও ছুটি নিলেন নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ থেকে। অভিজ্ঞ ক্রিকেটারদের ছুটি ও বিশ্রাম দিয়ে খেলানোর এই নতুন বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশকে এগিয়ে হবে।
তামিমের কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেল, ‘আমাদের সব ক্রিকেটার সব সময় থাকবে না। আমাদের এভাবে করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি না খেলতে পারি, মুশফিক না খেলতে পারে, কিন্তু দলের যেন কোনো ক্ষতি না হয়।’
তামিম ইকবালের চোখ এখন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের উপর। হ্যামস্ট্রিংয়ের হালকা চোটের কারণে কুইন্সটাউনের প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্রাম নিতে হয়েছে তামিমকে। তবে আজ প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে অনুশীলন করেছেন স্বাচ্ছন্দ্যেই।
প্রথম ম্যাচে খেলার ব্যাপারে তামিমকে বেশ আশাবাদী মনে হলো, ‘খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ করেছি। কালও অনুশীলন করব। আমি আশাবাদী। প্রথম ম্যাচে খেলার জন্য।’