“তৃনমুল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে।”
তৃনমুল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী।

বুধবার (১৭ মার্চ) পূর্ব মেদিনিপুরের কাঁথিতে আয়োজিত এক জনসভায় সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এ মন্তব্য করেন।
তিনি বলেন , পশ্চিমবঙ্গে যদি আবার তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে আর পশ্চিমবঙ্গ থাকবে না। এই ভূখণ্ড বাংলাদেশ হয়ে যাবে।
শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি যেসব স্লোগান দেয় তা বেশীরভাগ বাংলাদেশের স্লোগান। “জয় বাংলা” স্লোগান বাংলাদেশের।
এর আগে তৃনমুল কংগ্রেস ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাবে বলে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিকে ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ৮ দফায় প্রায় এক মাস ব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। ফলাফল প্রকাশ করা হবে ২ মে।