কক্সবাজারে হোটেলর ৩০২ নং থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের পর্যটন এলাকায় হোটেল মোটেল জোনের একটি হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঐ হোটেলর ৩০২ নং রুমের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার হয়। পুলিশের ফরেনসিক টিম খুনের স্থানে আলামত সংগ্রহ করছে। এখনো লাশের সঠিক পরিচয় জানা যায় নি।
জানা যায়, দু’দিন আগে তার দুই জন বন্ধু সহ পরিচয় দিয়ে হোটেলে ওঠে ওই যুবক। রুম থেকে বাজে গন্ধ আসায় হোটেল কর্মচারীরা দেখতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ৩০২ নং রুমের খাটের নিচ থেকে লাশ উদ্ধার হয় যুবকের।।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS