লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূর উদ্দীন চৌধুরী

লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূর উদ্দীন চৌধুরী
নূর উদ্দীন চৌধুরী
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দীন চৌধুরী নয়ন।

আজ শনিবার (১৩ মার্চ) গণভবনে  আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় নূর উদ্দীন চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে গণভবন সূত্রে জানা যায়।

উল্লেখ্য সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের সরকার দলীয় সাংসদ শহিদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। উক্ত আসনটিকে গত ২২ ফেব্রুয়ারী শূণ্যপদ ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ৮ মার্চ ঐ আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে  কেন্দ্রীয় আওয়ামী লীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক সহ প্রায় ১৬ জন দলীয় মনোনয়ন চাইলেও দল একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দীন চৌধুরী কে মনোনয়ন দিয়েছে।

Bay of bengal news / বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *