কোম্পানিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রেফতার

নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ মার্চ (বৃহস্পতিবার) তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ হতে। আটকের কারণ জানতে চাইলে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
এদিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা হতে বৃহস্পতিবার বিকেলে প্রশাসনের লোক পরিচয়ে একদল লোক বাদলকে নিয়ে যায় বলে জানান বাদল অনুসারীদের।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সাথে বিরোধের জেরে নোয়াখালী জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ইতিমধ্যে কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়িয়েছে দুই পক্ষ। সর্বশেষ ৮ মার্চ দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত সহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হন।
বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS