রাশিফল

আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদঃ
১১ই মার্চ,২০২১,বৃহস্পতিবার
আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
আজকের রাশিফলঃ বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

আপনি কোন ভূল তথ্যোর ওপর নির্ভর করিয়া সিদ্ধান্ত নিতে পারেন। ব্যাবসায় নেতিবাচক সিদ্ধান্তর প্রভাব পড়িতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দুর কোথাও থেকে বেড়িয়ে আসিতে পারেন। পারিবারিক বিরোধ এড়াইয়া চলুন। নিকট জনের সিদ্ধান্তের বিরোধিতা না করাই শ্রেয় হইবে।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

আজ আপনি প্রেম নিয়ে চিন্তায় থাকিতে পারেন। প্রিয়জনের ছোট ভূল বড় মনে না করাই আপনার জন্য উচিৎ। মিথুন রাশির মহিলা ও পুরুষ আজ গোপন প্রেমে না যাওয়াই ভাল হইবে। তৃতীয়পক্ষ আপনাদের প্রেম নিয়ে নাক গলাইতে পারে।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

রাশি প্রেমিক-প্রেমিকারা আজ প্রিয়জনের জন্য ব্যকুল হইয়া উঠিবেন। দিনের শুরুতে প্রিয়জনের সহিত সাক্ষাত হইয়া যাইতে পারে।ভ্রমনের জন্য দিনটি অতীব শুভ।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

রাশির লোকদের জন্য আজ ভালবাসায় সাবধানতা দেখাইতে হইবে। আজ আপনার উপর অশুভ শনির প্রভাব রহিয়াছে। তাই প্রিয় কর্কট রাশির পুরুষ ও মহিলাদের সকল বিষয়ে সাবধান হওয়া উচিৎ। তবে ভাবনার কিছু নেই বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনার নেই।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

রাশি প্রেমিক-প্রেমিকারা আজ প্রিয়জনের জন্য ব্যকুল হইয়া উঠিবেন। দিনের শুরুতে প্রিয়জনের সহিত সাক্ষাত হইয়া যাইতে পারে।ধার দেওয়া টাকা ফেরত পাইতে পারেন।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

আজ আপনার জন্য কোন সুখবর অপেক্ষা করিতেছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দিনশেষে প্রেমিকযুগল ভ্রমনে যাইতে পারেন। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাইতেছে।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

কর্মক্ষেত্রে সফল হইবেন। সন্তানের স্বাস্থ্য উদ্বেগের কারণ হইতে পারে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পারিবারের সমস্যার সমাধান করিতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

আজ আপনি কাছের বন্ধুর সহযোগিতা পাইবেন। আজ আপনি কোন ভুলের খেসারত দিবেন। মেষ রাশির রাশিচক্রে আজ প্রেম শুভ এ কথা নিশ্চিত করে বলা যাইতে পারে। নিকটজন বিরোধীতা করিতে পারে।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

প্রতিভার জোরে কাজে সফলতা পাইবেন। আপনার সাফল্যে পরিবার ও কর্মক্ষেত্রে খুশির ছোঁয়া লাগিতে পারে। কঠিন কাজ সামলাতে হইতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হইবেন। কোমর ও হাঁটুর ব্যথায় কষ্ট পাইতে পারেন।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

আজ আপনার উপর অশুভ শনির প্রভাব দেখা যাইতেছে। তাই প্রিয় কর্কট রাশির পুরুষ ও মহিলাদের সকল বিষয়ে সাবধান হওয়া উচিৎ। তবে ভাবনার কিছু নেই বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনার নেই। ভ্রমনে সতর্কতা অবলম্বন করিতে হইবে।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

আজকের দিনে বুদ্ধির ব্যবহারে কঠিন পরিস্থিতিকে সামলাইয়া নিতে পারিবেন। নতুন উদ্যমে কাজ করার প্রবণতা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাইবে। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অর্থযোগ দুর্বল হলেও শুভ সংবাদ পাইবেন।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

আজ আপনার জন্য কোন সুখবর অপেক্ষা করিতেছে। প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দিনশেষে প্রেমিক যুগল ভ্রমনে যাইতে পারেন। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাইতেছে।

Bay of Bengal news / বে অব বেঙ্গল নিউজ