উত্তর পাঠানটুলি ওয়ার্ডে নৌকার প্রচারণায় নগর যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগ
যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নগর সংগঠক ও নেতৃবৃন্দরা চট্টগ্রাম নগরীর ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে নৌকার প্রচারণা চালিয়েছেন। এছাড়া সংগঠন সমূহের নেতৃবৃন্দরা স্থানীয় কাউন্সিলর প্রার্থী মোঃ জাবেদ এর পক্ষে প্রচারণা চালান।

শনিবার বিকাল ৩ টা থেকে নগর যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সংগঠক ও নেতৃবৃন্দরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে উত্তর পাঠানটুলি ওয়ার্ডের গ্রুত্বপূর্ণ সড়কে নৌকার প্রচারণায় মাইকিং ও ভোট চেয়ে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তারা দেওয়ান হাট মোড়, সুপারি ওয়ালা পাড়া, বউ বাজার ও পাঠানটুলি খান পাড়া এলাকা প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, নগর যুবলীগ সংগঠক সাইফুল আলম লিমন, নগর কৃষকলীগ সংগঠক নজরুল ইসলাম, ২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ হোসেন রনি, মোঃ আরমান, কৃষকলীগ নেতা হেলাল, রাসেল; কোতোয়ালী থানা যুবলীগ নেতা মুনীরুল ইসলাম; শ্রমিকলীগ নেতা রাজু, রাজ্জাক, হানিফ ও প্রমুখ।
এছাড়া উক্ত ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত প্রচারণায়।