বড় ভাইয়ের বিয়ের দিনই ঘরে এলো ছোট ভাই রোহিতের লাশ
বড় ভাইয়ের বিয়ের দিনই ঘরে এলো ছোট ভাই রোহিতের লাশ।রোহিতের বড় ভাইয়ের বিয়ের দিনই বাসায় এলো রোহিতের লাশ। ভাগ্যের কি নির্মম পরিহাস এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারে।

চট্টগ্রামের বিয়ে মানেই উৎসব আনন্দ এবং দুটি পরিবারের মেলবন্ধন। ছোট ভাই কত বাহানা আর ইচ্ছে নিয়ে অপেক্ষা করে প্রত্যেক বড় ভাইয়ের বিয়ের দিনের উৎসবের জন্য। কিন্তু সেই সংস্কৃতিকে ছাপিয়ে চট্টগ্রামে হয়ে গেছে অন্য রকম একটি বিয়ে। যেখানে ছিলো না আনন্দ বা হৈ হুল্লোড়ের ছিটেফোঁটাও।
১৫ জানুয়ারী (শুক্রবার) সাগরিকাস্থ সাগরিকা স্কয়ার ক্লাবে বিয়েটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে বিয়েতে উপস্থিত ছিলেন না বর পক্ষের কেউ। বর বিহীন এমন বিয়ে চট্টগ্রামের কেউ আগে দেখেছে কিনা জানা নেই।
শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে যে জাহিদুর রহমানের ঘরে তোলার কথা নতুন সদস্য সেই সকালেই এম্বুলেন্সে চড়ে নিহত ভাই এর লাশ আসলো জাহিদের ঘরে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি চসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশিকুর রহমান রোহিত। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৫ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেই রোহিতের বড় ভাই জাহিদুর রহমান। জাহিদের পূর্বনির্ধারিত বিয়ের তারিখ পিছানো সম্ভব না হলেও সেখানে উপস্থিত ছিলেন না তিনি।